ইউনাটেড কিন্ডারগর্ডেন এন্ড হাই স্কুল, গাছবাড়ি, কানাইঘাট, সিলেট একটি শিক্ষা প্রতিষ্টান। প্রতিষ্টানটি ২০০২ খ্রি: থেকে প্রথমে প্লে - ৫ম, ২য় ধাপে প্লে -৮ম এবং ৩য় ধাপে প্লে -দশম (এস এস সি) পর্যন্ত কানাইঘাটের মধ্যে অত্যন্ত সুনামের সাথে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রায় প্রতি বছর ই কানাইঘাটের সেরা প্রতিষ্টান হিসাবে নির্বাচিত হযে আসছে। ৮ম শ্যেণীর পাবলিক পরীক্ষার ও এর সফলতার শীর্ষ পর্যায়ে। এ বারে অর্থাৎ ২০২২ সালে ১ম বারের মত এস এস সি পরীক্ষায় ও অংশগ্রহন করেছে। এ পরীক্ষায় ও একটি মান সম্মত ফলাফল হবে বলে আমি আশাবাদি।
এলাকার শিক্ষিত ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সর্বস্থরের জন সাধারণের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আগামিতেও তাদের সার্বিক সহযোগিতা কাম্য।
পরিশেষে প্রতিষ্টানের পরিচালক মন্ডণী, শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও সর্বস্থরের শুভাকাঙ্খীগনের কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি।